‘রাজধানীর পরিবেশ দূষণ কমাতে সরকারী সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ দরকার’

‘রাজধানীর পরিবেশ দূষণ কমাতে সরকারী সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ দরকার’

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর সড়কগুলোতে যানজট ও পরিবেশ দূষণ কমাতে সরকারী সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ দরকার। বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উদ্বোধনের পর একথা বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বাংলাদেশে ২০০৬ সাল থেকে বেসরকারিভাবে পালিত হয়ে আসলেও এবারই প্রথম সরকারি ও বেসরকারি উদ্যোগে দিবসটি পালিত হচ্ছে। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে রাস্তার একটি অংশ যান চলাচল মুক্ত রেখে সচেতনতা সৃষ্টির জন্য এই উদ্যোগ নেয় ৪৪টি সরকারী ও বেসরকারি সংস্থা।

আগামী মার্চ থেকে রাজধানীর সড়কগুলোতে যান চলাচলে নাগরিক দুর্ভোগ কমাতে সড়ক ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে বলে জানান, মন্ত্রী ওবায়দুল কাদের ও মেয়র আনিসুল হক।