জলবায়ু চুক্তি থেকে সরে যাচ্ছে আমেরিকা!

জলবায়ু চুক্তি থেকে সরে যাচ্ছে আমেরিকা!

শেয়ার করুন

_96294685_gettyimages-163084030নিজস্ব প্রতিবেক :

প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার টুইটারে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, আগামী কয়েকদিনের মধ্যেই প্যারিস চুক্তির বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করবেন তিনি। আমেরিকাকে আবারও মহান করে তোলতেও আহবান জানান ট্রাম্প।

এদিকে রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে এরইমধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস। সম্প্রতি শিল্পোন্নত সাত দেশ, জি-সেভেন সম্মেলনের চূড়ান্ত ইশতেহারে যুক্তরাষ্ট্র ছাড়া অন্য দেশগুলো জলবায়ু পরিবর্তনের তীব্রতা হ্রাসে প্রতিশ্রুতিবদ্ধ হয়।

প্যারিস চুক্তি অনুযায়ী,  গড় বৈশ্বিক তাপমাত্রা  দুই ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনার সিদ্ধান্ত হয়। সে অনুয়ায়ী, বিশ্বের ১৯৫টি দেশের বাতাসে কার্বন দূষণের মাত্রা কমাবার বিষয়ে ঐকমত্যে পৌঁছায় শিল্পোন্নত সাত দেশ।