গভীর নিম্নচাপ: চার নম্বর হুশিঁয়ারি সংকেত

গভীর নিম্নচাপ: চার নম্বর হুশিঁয়ারি সংকেত

শেয়ার করুন

আবহাওয়াএটিএন টাইমস ডেস্ক:

বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপ ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত থেকে ৪ নম্বর স্থানীয় হুশিঁয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে সমুদ্রবন্দরগুলোকে।

শনিবার আবহাওয়া অধিদপ্তর জানায়, নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর কারণে ৪ নম্বর স্থানীয় হুশিঁয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের দক্ষিণাংশে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।