কিংবদন্তি মহানায়কের জন্মবার্ষিকী

কিংবদন্তি মহানায়কের জন্মবার্ষিকী

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

বাংলা সিনেমার উজ্জল নক্ষত্র, অকাল প্রয়াত নায়ক সালমান শাহ’র ৪৫তম জন্মদিন সোমবার।

salman১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জে জন্ম হয় তার। কমর উদ্দিন চৌধুরী ও নীলা চৌধুরী দম্পতির সন্তান সালমানের পুরো নাম শাহরিয়ার চৌধুরী ইমন। ১৯৯৩ সালে কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় তার।

শুরুতে পেয়ে যান বিশাল দর্শক-প্রিয়তা। একে একে অভিনয় করেন- তুমি আমার, অন্তরে অন্তরে, সুজন সখী, প্রেমযুদ্ধ, স্বপ্নের ঠিকানা, বিচার হবেসহ ২৭টি চলচ্চিত্রে। প্রতি ছবিই হয় ব্যবসা সফল। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে অস্বাভাবিক মৃত্যু হয় সালমানের। ইস্কাটনে নিজ বাসায় সিলিং ফ্যানের সঙ্গেই তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

এভাবে অকালে তার চলে যাওয়ার কারণ কি, আর কেনই বা লাখো ভক্তকে কাঁদিয়ে তিনি চলে গেলেন- এসব প্রশ্নের উত্তর মেলেনি আজও।