অবশেষে অস্কার পেলেন জ্যাকি চ্যান

অবশেষে অস্কার পেলেন জ্যাকি চ্যান

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

পাঁচ দশক ধরে হলিউডের রূপালি পর্দা মাতিয়ে আসছেন তিনি। অবশেষে চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য অস্কার পুরস্কারে ভূষিত হলেন অ্যাকশন তারকা জ্যাকি চ্যান। প্রথম চীনা নাগরিক হিসেবে এই সম্মানজনক পুরস্কার লাভ করলেন জ্যাকি চ্যান।

jackie-chan-honorary-oscarঅস্কার পেয়ে উচ্ছ্বসিত এ অভিনেতা বলেন, এতো বছর ধরে অভিনয় করেও আমি কেন চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মানে ভূষিত হতে পারিনি। এবার বাবাকে তার প্রশ্নের জবাব দিতে পারবো। চিনের ইতিহাসে প্রথম অস্কারজয়ী হিসেবে এটি আমার জন্য অনেক বড় সম্মান।

শনিবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড কমিটির পক্ষ থেকে জ্যাকি চ্যানের অস্কার বিজয়ের এ ঘোষণাটি আসে। এতে বলা হয়, অসামান্য অ্যাথলেটিকস ও মনোমুগ্ধকর পর্দা উপস্থিতির মাধ্যমে দীর্ঘ সময় ধরে দর্শকদের আমোদিত করার জন্য তাকে এ বিশেষ সম্মানসূচক অস্কারে ভূষিত করা হলো।

রাশ আওয়ার, পুলিশ স্টোরি, ড্রাংকেন মাস্টারসহ প্রায় দুশো জনপ্রিয় ছবিতে অভিনয় করে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন ৬২ বছর বয়সী এই অভিনেতা।