সোমবার বিশেষ নাটক ‘মজনু জুলিয়েট’

সোমবার বিশেষ নাটক ‘মজনু জুলিয়েট’

শেয়ার করুন

বিনোদন ডেস্ক :

ঈদের সপ্তম দিন সোমবার এটিএন বাংলায় প্রচারিত হবে দুইটি বিশেষ নাটক এবং একটি টেলিফিল্ম।

বিশেষ নাটক ‘মজনু জুলিয়েট’

মজনু জুলিয়টে অভিনয় করেছেন নিলয়, শখ, আবু হায়াত, দিলারা জামান, শিউলি, সিদ্দিক, প্রমুখ।

এখনকার সজনুরা লাইলীর মত বিশুদ্ধ প্রেমিকা পায় না, জুলিয়েটরাও রোমিওর মত খাঁটি মানুষ। তাই বলে কি পৃথিবীতে প্রেম থেমে থাকে?। না, মজনু লাইলীর বদলে জুলিয়েট খুঁজে পায়, জুলিয়েট পায় মজনু। হালকা মেজাজের রোমান্টিক নাটকটি সজানো হয়েছে এরকম গল্প দিয়ে।mojnu-juliet-2

‘মজনু জুলিয়েট’ রচনা ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান।

ঈদের ৭মদিন, রাত ৭টা ৪০মিনিটে এটিএন বাংলায় নাটকটি প্রচারিত হবে।
নাটক ‘জলছবি’

‘প্রত্যেকটি নারীর স্বপ্ন থাকে স্বামী-সংসারের। কিন্তু বিয়ের পর সেই স্বামী যখন স্ত্রীকে বিক্রি করে দেয়, তখন মেয়েটি বিপদে পড়ে যায়। আমাদের সমাজে অনেক মেয়েই এমন বিপদের শিকার হচ্ছে। এমন গল্পই তৈরি হয়েছে ঈদের নাটক ‘জলছবি’।jol-chobi

জলছবিতে অভিনয় করেছেন রুনা খান আবুল হায়াত, ফারুক আহমেদ, টুটুল চৌধুরী প্রমুখ।

‘জলছবি’ রচনা ও পরিচালনা করে্রেছ অঞ্জন আইচ।

জলছবি নাটকটি প্রচার হবে ঈদের ৭ম দিন রাত ১০.৪৫ মিনিটে এটিএন বাংলায়।
বিশেষ টেলিফিল্ম ‘ওরা বখাটে’

টেলিফিল্মটিতে অভিনয় করেছেন নাদিয়া, আনিসুর রহমান মিলন, সাঈদ বাবু, তানিয়া বৃষ্টি, আহসানুল হক মিনু, অভিত রায়হান প্রমুখ।

মজনু, ফরহাদ ও জাফর ঢাকার ছেলে। তিনজনই হরিহর আত্মা। অন্যান্য বন্ধুদের নিয়ে মহল্লায় সারাক্ষণ তাদের আড্ডাবাজীতে কাটে। বিভিন্ন অপরাধে একে কান ধরে শাস্তি দেওয়া, কারো দোকানের শার্টার নামানো, কিছু না কিছু প্রতিদিন তারা ঘটিয়েই থাকে। মহল্লার অনেকেই তাদের বখাটে ছেলে বলেই জানে। এ নিয়ে অবশ্য কখনও তাদের খুব বেশি মাথা ব্যথা নেই। হঠাৎ লাইলী ও শিরিন নামে নতুন দুইটা মেয়ের আগমন ঘটে মহল্লায়। এরপর কি ঘটে? জানার জন্য আপনাকে দেখতে হবে টেলিফিল্মটি।telefilm_ora-bokhatay

মানস পাল এর রচনায় এটি পরিচালনা করেছেন মুজিবুল হক খোকন।

এটিএন বাংলায় ঈদের ৭ম দিন রাত ১১টা ৫০মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘ওরা বখাটে’।