যৌন কেলেঙ্কারিতে ফেঁসে গেছেন হলিউড প্রযোজক হারভে ওয়েনস্টেইন

যৌন কেলেঙ্কারিতে ফেঁসে গেছেন হলিউড প্রযোজক হারভে ওয়েনস্টেইন

শেয়ার করুন

_98321630_composite_getty.gifবিশ্বসংবাদ ডেস্ক :

যৌন কেলেঙ্কারির অভিযোগে ফেঁসে গেছেন হলিউডের জনপ্রিয় ও প্রভাবশালী প্রযোজক হারভে ওয়েনস্টেইন। দ্য নিউ ইয়র্কার ম্যাগাজিন প্রথম এই খবর প্রকাশ করে। কিন্তু অভিযোগ অস্বীকার করেন হারভে।

তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন অভিনেত্রী অ্যানজেলিনা জোলি, অ্যাশলে জুড, এমা ডি কানস, রোজ ম্যাকগোয়েনসহ বিপুল সংখ্যক অভিনেত্রী। এদিকে আরো তিন অভিনেত্রী ধর্ষণের অভিযোগ এনেছেন। ব্রিটিশ অভিনেত্রী লিসেত্তে অ্যান্থনি ১৯৮০ তে লন্ডনে নিজ বাড়িতে ধর্ষণের শিকার হন। বাকি দুজন নিজেদের পরিচয় প্রকাশ করেননি।

দ্য বৃটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস-বাফটা এরই মধ্যে হারভে ওয়েইনস্টেইনের সদস্যপদ স্থগিত করেছে। অস্কার বোর্ডও তাকে সাময়িক বরখাস্ত করেছে। ব্রিটিশ ও মার্কিন পুলিশ তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শুর করেছে। এ পর্যন্ত ৮১ বার অস্কার জিতেছেন ওয়েনস্টেইন। শেকসপিয়ার ইন লাভ, মেলেনা, কিল বিল, গ্যাঙস অফ নিউইয়র্ক, দ্য রিডার, ইনগ্লোরিয়াস বাস্টার্ডসের মতো অসাধারণ সিনেমাসহ স্কেয়ারি মুভিরও প্রযোজনা করেছেন তিনি।