বানিয়া শান্তা পল্লীর গল্পে আরাফাতের ‘শেষ দেখা’

বানিয়া শান্তা পল্লীর গল্পে আরাফাতের ‘শেষ দেখা’

শেয়ার করুন
16357728_1544530105558850_968170470_o
নবাগত অভিনেতা বাপ্পিরাজের(ডানে) সঙ্গে শুটিংয়ের ফাকেঁ পরিচালক আরাফাত(বামে)

তৌহিদ সোহান:

সুন্দরবনের গা ঘেঁষে পশুর নদীর পাশ দিয়ে মংলা সমুন্দ্র বন্দরের নিকটবর্তী একটি গ্রামের নাম বানিয়া শান্তা। মংলা বন্দরের জাহাজী-খালাসীদের মনোরঞ্জনের বিশেষ পল্লী হিসেবেই পরিচিত গ্রামটি। এই পল্লীতে মাটির তৈরী কুড়ে ঘরে সেই আদিকাল থেকে এখনও পর্যন্ত মনের খোরাক মেটায় বন্দরকেন্দ্রীক শত-সহস্র মানুষ। প্রান্তিক এসব এলাকার কথা আর কজনই বা জানে?

আর তাই এই মাটির তৈরী পল্লীর গল্প বড় পর্দায় তুলে ধরার জন্য পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন আরাফাত রহমান। কঠোর পরিশ্রম, চলচ্চিত্র নির্মাণের অদম্য ইচ্ছাশক্তি আর অসীম সিনেমাপ্রিতী তরূণ আরাফাতকে দাড় করিয়েছে অনন্য উচ্চতায়।

জালালের গল্প সিনেমায় বড় জালাল চরিত্রের আরাফাত রহমানের অনবদ্য অভিনয়ের পর সবাই ধরেই নিয়েছিল ছেলেটি হয়ত নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করেবে। কিন্তু শৈশব থেকেই হ্যান্ডিক্যাম আর মোবাইল ফোনে যার নির্মাণের নেশা দমেনি; বড় পর্দায় নির্মাতা হিসেবে অভিষেক করার স্বপ্ন কি তার আর অধরা থাকে! অদম্য ইচ্ছাশক্তির সেই আরাফাত এবার নির্মাণ করছেন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

‘শেষ দেখা’ নামের এই ছবির শুটিং হয়েছে বাগেরহাটের মংলার বানিয়া শান্তা পতিতাপল্লীতে। পতিতাপল্লীর নানান অচেনা-অজানা কাহিনীকে কেন্দ্র করে সাজানো হয়েছে চলচ্চিত্রটি। তবে গল্পের মজা নিতে চাইলে চলচ্চিত্রটি না দেখলেই নয়। আর সেজন্য তো অপেক্ষা করতেই হচ্ছে।

16325796_1544529398892254_775136397_o
‘শেষ দেখা’ সিনেমার শুটিং চলাকালীন সময়ের একটি ছবি

ছবিটি সম্পর্কে আরাফাত রহমান বললেন, ‘অনেক দিন ধরেই এই গল্পটি নিয়ে কাজ করছি আমরা। আট-ঘাট বেঁধে শুটিংয়ে নামায় সমস্যায় পড়তে হয়নি। এছাড়া সবার সহযোগিতায় শুটিং বেশ ভালোভাবেই শেষ করেছি।’

সম্পাদনাসহ অন্যান্য আনুষাঙ্গিক কাজ শেষ হলে খুব তাড়াতাড়ি মুক্তি দেওয়া হবে ছবিটি এমনটাই জানালেন তরূণ এই পরিচালক।

পরিচালক আরাফাত আরও বললেন, ‘এই ছবির মাধ্যমে দর্শক নতুন কিছু পাবে। বাংলাদেশের কিছু অচেনা গল্প যা প্রতিনিয়তই আমাদের চারপাশে ঘটে যাচ্ছে তাই তুলে ধরা হয়েছে “শেষ দেখা” চলচ্চিত্রটির মাধ্যমে।’

শেষ দেখা ছবির মূল চরিত্রে অভিনয় করছেন মৌসুমী হামিদ ও নবাগত বাপ্পিরাজ। এছাড়াও বিশেষ চরিত্রে দেখা যাবে কাজী রাকিব ও হুমায়ন রশিদ সাম্রাট কে ।

16388635_1544562795555581_1506520764_o
‘শেষ দেখা’ চলচ্চিত্রের শুটিং স্পট থেকে তোলা ছবি

অভিনেত্রী মৌসুমী বললেন, ‘কাজটি করে অনেক ভালো লেগেছে। আমরা একসঙ্গে জালালের গল্প চলচ্চিত্রে অভিনয় করেছিলাম।’

তিনি আরও বলেন, ‘পরিচালক হিসেবে এটাই যে আরাফাতের প্রথম কাজ তা বোঝার উপায় নেই। আশা করি কাজটা অনেক ভালো হবে। দর্শক নতুন কিছু পাবে।’

16357797_1544563178888876_1199508154_o
‘শেষ দেখা’ চলচ্চিত্রের দুই কেন্দ্রীয় চরিত্র বাপ্পিরাজ ও মৌসুমী

চলচ্চিত্রে প্রথম কাজ করতে আসা নবাগত বাপ্পীরাজ বললেন ‘পরিচালক আরাফাত রহমানকে কবি হিসেবে চিনতাম। তার অনেক কবিতা আমাকে কাঁদিয়েছে। এই প্রথম তার ডিরেকশনে অভিনয় করলাম। সে আসলেই অনেক মেধাবী ও পরিশ্রমী। আমার বিপরীতে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। সহশিল্পী হিসেবে তিনি বেশ সহযোগিতা করেছেন।’

16326082_1544563052222222_16767770_o
‘শেষ দেখা’ চলচ্চিত্রের শুটিং চলাকালীন সময়ে ধারণকৃত ছবি

কাজী রাকিব বলেন “আরাফাতের সাথে কাজ করে অনেক শান্তি পেয়েছি । পরিচালক হিসেবে আরাফাত অনেক মেধাবী। আমি এখানে পতিতালয়ের সর্দার চরিত্রে কাজ করেছি। মনেই হয়নি শুটিং করছি। কাজটি নিয়ে আমি অনেক আশাবাদী। দর্শক আসলেই এবার নতুন কিছু দেখতে পাবে।’

সিনেমাটোগ্রাফার ফরহাদ হোসেন বলেন ‘এমন গল্প এবং লোকেশন এদেশের সিনেমায় সচারচার দেখা যায়না। পরিচালকের দক্ষতায় এটা যে তার প্রথম পরিচালনা সেটা বোঝার জো নেই।’

শুটিং ইউনিটের সবার আন্তরিকতার কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন ফরহাদ। বলেলেন ‘এতোটা ভালোবাসা আর মায়া দিয়ে কেউ সিনেমা বানায় না, হলফ করে বলতে পারি।’

‘জালালের গল্প’ সিনেমায় মৌসুমী হামিদ ও আরাফাত রহমানের একসঙ্গে অভিনয় দেশ-বিদেশে সবার নজড় কেড়েছিল। এরপর একসঙ্গে ডিরেক্টর ও অভিনেত্রী হিসেবে আবার একসাথে কাজ। এই কাজটির মাধ্যমে আরাফাত-মৌসুমীর সিনেমাযাত্রা নতুন মাত্রা পেলো। আগামিতে দর্শকদের জন্য আরও চমক অপেক্ষা করছে বলেও জানালেন এই তরূণ পরিচালক।

কি বার্তা নিয়ে আসছে ‘শেষ দেখা’? ‘শেষ দেখা’ কি পারবে সিনেমাপ্রেমীদের মনে জায়গা দখল করতে? এসব জানার জন্য প্রিভিউ কমিউনিকেশন প্রযোজিত এ ছবিটি মুক্তির অপেক্ষায় প্রহর গুনছে দর্শক-সমালোচক-সিনেমাপ্রেমীরা।