কিং অব পপ মাইকেল জ্যাকসনের ৯ম মৃত্যুবার্ষিকী

কিং অব পপ মাইকেল জ্যাকসনের ৯ম মৃত্যুবার্ষিকী

শেয়ার করুন

maxresdefaultএটিএন টাইমস ডেস্ক :

কিংবদন্তি সংগীতশিল্পী, কিং অব পপ মাইকেল জ্যাকসনের নবম মৃত্যুবার্ষিকী আজ। স্নায়ু শিথিল করতে অতিরিক্ত ওষুধ সেবনে ২০০৯ সালের এই দিনে লস এঞ্জেলেসের নিজ বাসায় মারা যান তিনি।

পুরো নাম মাইকেল জোসেফ জ্যাকসন। ১৯৫৮ সালের ২৯ আগস্ট ইন্ডিয়ানার গ্যারিতে এক বর্ধিষ্ণু কৃষ্ণাঙ্গ পরিবারে জন্ম তার। ১৯৮০র দশকে মাইকেল সঙ্গীত শিল্পীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে পৌছান। তিনি প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন সঙ্গীতশিল্পী যিনি এমটিভিতে এতো জনপ্রিয়তা পান।

বলা হয়, তার গাওয়া গানের ভিডিওর মাধ্যমেই এমটিভির প্রসার ঘটেছিলো। গানের তালে তালে মাইকেলের নাচের কৌশলগুলোও ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। মাইকেলের জনপ্রিয় নাচের মধ্যে রবোট ও মুনওয়াক উল্লেখযোগ্য।