আজ থেকে এটিএন বাংলায় তথ্যচিত্র ‘স্বপ্নডানা’

আজ থেকে এটিএন বাংলায় তথ্যচিত্র ‘স্বপ্নডানা’

শেয়ার করুন

SHOPNODANA

‘নারী’ শব্দটার বিশালতা এতটাই বিস্তৃত যে এটা শুনলেই ব্যক্তিভেদে একেক জনের মাথায় একেক ধরনের মানুষের অবয়ব ভেসে ওঠে। আজকের নারীরা তাঁদের মেধা-মননে, ভাবনায় আর সৃষ্টিতে নিজেদেরকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। নারী অনন্য, নারী অসীম। মায়ের রূপে একজন নারী এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ যোদ্ধা। ক্ষুধা, লজ্জা, নিরাপত্তা সবকিছুর চ্যালেঞ্জকে এক হাতে মোকাবিলা করা এমন নারীর সংখ্যা এই দেশে নেতাহই কম নয়। আমাদের আশেপাশে থাকা তেমনি কিছু স্বল্প আয়ের পেশাজীবি নারীদের সংগ্রামী জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে এটিএন বাংলার নতুন অনুষ্ঠান ‘স্বপ্নডানা’।

আমাদের চারপাশে থাকা অসংখ্য শ্রমজীবি নারী যেমন- শ্রমিক, দোকানদার, ব্যবসায়ী, গার্মেন্টস কর্মী, ড্রাইভার কিংবা ভাসমান বিভিন্ন পেশার সাথে যুক্ত নারীদের জীবনের গল্পগুলো ধারাবাহিকভাবে অনুষ্ঠানে স্থান পাবে। যেখানে একজন নারীর সংগ্রাম, জীবনের চাওয়া-না পওয়া কিংবা স্বপ্নের বিভিন্ন দিক তুলে আনা হবে। সেই সাথে পেশাজীবি নারীর কাজ ও তার খুঁটিনাটি বিষয়গুলোকে তথ্যচিত্র আকারে তুলে উপস্থাপন করা হবে। তমা রশিদের উপস্থাপনায় তথ্যচিত্র ‘স্বপ্নডানা’ পরিচালনা করেছেন তানজিলা তানজি। আজ ১১ অক্টোবর থেকে পাক্ষিকভাবে বুধবার রাত ১১.২০ মিনিটে অনুষ্ঠানটি সম্প্রচার হবে এটিএন বাংলায়।