আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত রানী সরকার

আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত রানী সরকার

শেয়ার করুন

36766549_10156655937586518_5512361143097622528_nনিজস্ব প্রতিবেদক :

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের নন্দিত অভিনেত্রী রাণী সরকারকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। দীর্ঘদিন ফুসফুসের অসুস্থতা ও বার্ধক্যজনিত রোগে ভুগে শনিবার ভোরে শেষ নি:শ্বাস ত্যাগ করেন এ অভিনেত্রী (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মোহাম্মদপুর, চ্যানেল আই প্রাঙ্গন এবং এফডিসি প্রাঙ্গনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এফডিসিতে শিল্পী ও পরিচালক সমিতি এবং তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জানায়।

সহকর্মীরা জানান, রাণী সরকারের শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার ভোর ৪টায় ধানমন্ডির ইডেন মাল্টি কেয়ার হাসপাতালে নেওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ শিল্পীর জন্ম সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার সোনাতলা গ্রামে। চলচ্চিত্রে অবদানের জন্য ২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে আজীবন সম্মাননা পান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রানী সরকারের চিকিৎসায় দু-দফায় সহায়তা দেন। তাঁর মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গন পরিশ্রমী এবং একজন নিষ্ঠাবান  শিল্পীকে হারালো- বলে মন্তব্য করেন তার দীর্ঘদিনের সহকর্মীরা।