অনুষ্ঠিত হলো শিক্ষাক্ষেত্রে স্যার সলিমুল্লাহর অবদান শীর্ষক আলোচনা ও পদক বিতরণী

অনুষ্ঠিত হলো শিক্ষাক্ষেত্রে স্যার সলিমুল্লাহর অবদান শীর্ষক আলোচনা ও পদক বিতরণী

শেয়ার করুন

242747849_371443214611080_775944651857699107_n

।। নিজস্ব প্রতিবেদক ।।

২ অক্টোবর ২০২১ শনিবার বিকালে রাজধানীর তোপখানা রোড বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ হলে অনুষ্ঠিত হলো শিক্ষাক্ষেত্রে স্যার সলিমুল্লাহর অবদান শীর্ষক আলোচনা ও পদক বিতরণী ২০২১। অনুষ্ঠানটির আয়োজক ছিল প্রকাশনা ‍সংস্থা গ্রন্থকানন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. একেএম শাহনাওয়াজ। উদ্বোধন করেন অধ্যাপক ড. এসএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ড. মোহাম্মদ আলমগীর, ড. মোহাম্মদ আব্দুল হাই, ড. মুহাম্মদ জমির হোসেন ও কথাসাহিত্যিক তৌহিদুর রহমান। সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আয়োজক কবি শাহজাহান আবদালী।

243922411_554488559187400_6351695266917385997_nপদকপ্রাপ্তরা হলেন শিক্ষায় জাহাঙ্গীর আলম ও আবদুল কাদের মৃধা, মুক্তিযুদ্ধে মোঃ আলাউদ্দিন, সরকারি সৎ কর্মকর্তা হিসেবে লতিফ মোঃ আবু রেজা, আবৃত্তিশিল্পে আজহারুল ইসলাম রনি ও জাহানারা রেখা, নজরুল গবেষণায় ফেরদৌস খান, কবিতায় ফারুক মোহাম্মদ ওমর, কর্মউদ্যোগী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু জাফর।