ক্যারিয়র গড়ুন ফার্মাসিস্ট হয়ে

ক্যারিয়র গড়ুন ফার্মাসিস্ট হয়ে

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

বর্তমান সময়ে বাংলাদেশের ঔষধ শিল্প ব্যপক প্রচার ও প্রসার লাভ করেছে। দেশের গন্ডি পেরিয়ে বর্হিবিশ্বের প্রায় ১৬০টির মত দেশে রপ্তানী হচ্ছে বাংলাদেশের ঔষধ। ‍দিন দিন এই শিল্পে বিনিয়োগ কারীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে গড়ে উঠছে নতুন নতুন ঔষধ শিল্প প্রতিষ্ঠান। তাই সময়ের এই সুযোগটি কাজে লাগিয়ে আপনি এই শিল্পের একজন দক্ষ ফার্মাসিস্ট হয়ে উঠতে পারেন। আপনার লক্ষ্যটা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই নিজেকে একজন দক্ষ ফার্মাসিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। চলুন তাহলে জেনে নেই কিভাবে শুরু করবেন আপনার ফামাসিস্ট হওয়ার স্বপ্ন পূরণের যাত্রা।

কোথায় পড়বেন:
দেশের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি পড়ার সুযোগ রয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালগুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অন্যতম।

এ ছাড়া অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফার্মেসিতে ডিগ্রি নেওয়ার সুযোগ আছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকা ও তথ্যের জন্য ইউজিসির www.ugc.gov.bd ওয়েবসাইটে ভিজিট করুন।

ভর্তির যোগ্যতা:
ফার্মেসি পড়তে হলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান বিভাগ থেকে জীববিজ্ঞানসহ বিশ্ববিদ্যালয় গুলোর ভর্তি পরীক্ষার যোগ্যতা সম্পন্ন ফলাফল থাকতে হবে। এরপর ভর্তি পরীক্ষার কঠিন যুদ্ধের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিতবিষেয় ভর্তি হতে পারবেন।

ফার্মেসিতে বিশ্ববিদ্যালয়ে চার বছর মেয়াদি বি ফার্ম শেষে যেকোনো ওষুধ প্রস্তুত ও বিপণনকারী কোম্পানিতে এক মাসের ইন্টার্নি সম্পন্ন করতে হয়। এরপর বাচাই পরীক্ষায় যোগ্যতা প্রমাণ করতে পারলেই কাঙ্ক্ষিত চাকরি মিলবে।

কাজের সুযোগ:
দেশে বর্তমানে আড়াইশ’র বেশি ওষুধ প্রস্তুত ও বিপণনকারী কোম্পানি সক্রিয়। এসব কোম্পানি দেশের চাহিদা পূরণ করে আর্ন্তজাতিক বাজারেও ওষুধ রপ্তানি করছে। এসব কোম্পানির প্রোডাকশন, প্রোডাক্ট ম্যানেজম্যান্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, কোয়ালিটি কন্ট্রোল, ট্রেনিংসহ বিভিন্ন বিভাগে গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের চাহিদা রয়েছে। এ ছাড়া শিক্ষকতা, গবেষণা এবং দেশের বাইরে কাজ করার সুযোগ তো আছেই।

pharmacist-salaryএ ছাড়া ফার্মাসিউটিক্যাল মার্কেটিংয়ে তাদের ব্যাপক চাহিদা রয়েছে। এর বাইরে সরকারি অফিসগুলোর মধ্যে কমিউনিটি স্বাস্থ্য সেবা, আর্মড ফোর্সেস, সরকারি হাসপাতাল, ওষুধ প্রশাসনসহ প্রশাসনিক বিভিন্ন উচ্চ পদে ফার্মাসিস্টরা চাকরি পেতে পারেন। বেসরকারি হাসপাতালে ও ক্লিনিকে ফার্মাসিস্ট পদে, ক্লিনিক্যাল ফার্মাসিস্ট, ফার্মেসি ম্যানাজার ছাড়াও প্রশাসনিক ও তথ্য বিভাগে এদের কাজের সুযোগ রয়েছে। আবার যারা শিক্ষাক্ষেত্রে জড়িত থাকতে চান, তারা শিক্ষকতা, গবেষণা, স্বাস্থ্য রক্ষা ও উন্নয়ন বিষয়ক প্রশাসনিক দপ্তরেও কাজের সুযোগ মিলতে পারে।

আপনিও হতে পারেন কোম্পানির মালিক:
নিজেকে যোগ্যভাবে তুলে ধরতে পারলে আপনি হতে পারেন একটি ওষুধ কোম্পানির মালিক। কারণ দক্ষতা, অভিজ্ঞতা, নিজের আইডিয়া তুলে ধরতে পারলে বিভিন্ন ব্যাংক আপনাকে অর্থ দিয়ে সাহায্য করবে। ব্যক্তিগত যোগাযোগ তো থাকছেই। আর একজন দক্ষ ফার্মাসিস্ট মাসে ৫০ হাজার টাকা বা এর চেয়ে বেশি রোজগার করতে পারেন।

বন্ধুরা,  বর্তমানে ক্যারিয়ায় গড়ার জন্য কাজের সেক্টরের কমতি নেই প্রয়োজন শুধু নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা। তাই সঠিক লক্ষ্য নির্ধারণ করে আপনার পছন্দের সেক্টরে ক্যারিয়ার গড়ে তুলুন।