ইউআইটিএস’র ‘মাদকের অপব্যবহার ও পূণর্বাসন: সমাজকর্মীর ভূমিকা’ শীর্ষক সেমিনার

ইউআইটিএস’র ‘মাদকের অপব্যবহার ও পূণর্বাসন: সমাজকর্মীর ভূমিকা’ শীর্ষক সেমিনার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

২৭ আগষ্ট ২০১৬ খ্রি. শনিবার সকাল ১০টায় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর সমাজকর্ম বিভাগের উদ্যোগে “মাদকের অপব্যবহার ও পূণর্বাসন: একজন সমাজকর্মীর ভূমিকা” শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে।

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউআইটিএস এর মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ সমাজকর্মী, মনোবিজ্ঞানী, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তা, পূণর্বাসন কেন্দ্রের পরিচালক, সমন্বয়কারী, পিএইচপি ফ্যামিলির প্রতিনিধিসহ অন্যান্য আলোচকবৃন্দ উপস্থিত থাকবেন।

সেমিনারে মূল বক্তব্য পাঠ করবেন সমাজকর্ম বিভাগের ক্রিমিনাল্স অ্যান্ড সোস্যাল জাস্টিস কোর্সের ছাত্র-ছাত্রীবৃন্দ। সেমিনারে সভাপতিত্ব করবেন স্কুল অব লিবারাল আর্টস অ্যান্ড সোস্যাল সায়েন্সেস এর ডিন ও সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ড. আরিফাতুল কিবরিয়া।