নিয়ন্ত্রণহীন চালের বাজার

নিয়ন্ত্রণহীন চালের বাজার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

খোলাবাজারে চাল বিক্রির পরেও নিয়ন্ত্রণহীন চালের বাজার। বাড়তি এই দামের জন্য খুচরা বিক্রেতা, পাইকারী বিক্রেতাকে আর পাইকারী বিক্রেতা দুষছেন মিল মালিকদের। প্রশ্ন উঠেছে সরকারের পদক্ষেপ নিয়েও।

রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেট। অনেকক্ষণ ধরে ঘুরতে দেখায় যায় ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুর রহিমকে।কোন দোকানেই ৫০ টাকার নিচে চাল নেই। অগত্য ৫৫ টাকা করে ৫ মোটা চাল নিয়ে ফেরেন তিনি।

গতকদিনে এই বাজারে চালের বিক্রি অর্ধেকে নেমে এসেছে। যারা যাচ্ছেন তারাও এ দোকান সে দোকান ঘুরে অল্প কিছু চাল নিয়ে ফিরছেন।

খুচরা বিক্রেতাদের দাবি, বেশি দামে চাল কিনতে হচ্ছে, ফলে বিক্রিও বেশিতে। অবশ্য বাজার এবং দোকান ভেদে চালের বিক্রিতে আছে বেশ পার্থক্য। আর মহল্লার দোকানগুলোও যে যেমন পারছে দাম নিচ্ছে।

এক সপ্তাহের ব্যবধানে কেজিতে চালের দাম বেড়েছে ৭ টাকা ১০ টাকা।  অবশ্য রাজধানীর বড় পাইকারী বাজার বাদামতলী ও বাবুবাজারের ব্যবসায়ীরা বলছেন: বাজারে যেহেতু চালের সরবরাহে কোন ঘাটতি নেই। ফলে মজুদ আছে তা নিশ্চিত করেই বলা যায়। তবে সেই মজুদ বড় বড় কোম্পানিগুলোর কাছে।

তবে, ব্যবসায়ীদের ভয়-ভীতি না দেখিয়ে, বাজার বিবেচনা করে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি ক্রেতা ও বিক্রেতাদের।