হঠাৎ দরপতন স্বর্ণের বাজারে

হঠাৎ দরপতন স্বর্ণের বাজারে

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চে ওঠার একদিন পরই দরপতন ঘটল মূল্যবান ধাতু স্বর্ণের। মঙ্গলবার ধাতুটির দরপতনে ভূমিকা রেখেছে শক্তিশালী ডলার।

পাশাপাশি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার বৃদ্ধির সম্ভাবনাও ধাতুটির বাজার নিম্নমুখী করেছে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা। নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জের কোমেক্স বিভাগে মঙ্গলবার আউন্সে ৫ ডলার ৯০ সেন্ট দাম কমেছে স্বর্ণের।

জুনে সরবরাহ চুক্তিতে সোমবারের তুলনায় দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে ১ হাজার ২৫৫ ডলার ৫০ সেন্টে। এর আগে গত সোমবার কোমেক্সে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছিল ১ হাজার ২৬১ ডলার ৪০ সেন্টে।