সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৫.৫৩ শতাংশ

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৫.৫৩ শতাংশ

শেয়ার করুন

ecnec_0

নিজস্ব প্রতিবেদক :

চলতি অর্থবছরে আগস্টের চেয়ে সেপ্টেম্বর মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক পাঁচ তিন শতাংশ।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক বৈঠক শেষে মঙ্গলবার এ কথা জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। নতুন করে ৮টি প্রকল্পের ব্যয় অনুমোদন দেয়া হয় বৈঠকে।

রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। নতুন ও সংশোধিত প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৫৮৯ কোটি ৭৬ লাখ টাকা। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।