সংসদে বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী

সংসদে বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী

শেয়ার করুন

m-4নিজস্ব প্রতিবেদক :

২০১৮-১৯ সালের জন্য জাতীয় সংসদে বাজেট পেশ শুরু করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। দুপুরে মন্ত্রিসভায় বাজেট প্রস্তাব অনুমোদনের পর সংসদ অধিবেশন বাজেট বক্তৃতা শুরু করেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী হিসেবে রেকর্ড ১২তম বাজেট দিচ্ছেন ৮৪ বছর বয়সী আবুল মাল আব্দুল মুহিত। মহাজোট সরকারের হয়ে এটি তাঁর টানা দশম বাজেট বক্তৃতা। নির্বাচনের আগের বছরে বাজেটের মোট পরিমাণ থাকছে চার লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা। যা গত বছরের তুলনায় ৬৪ হাজার ৩০৭ কোটি টাকারও বেশি।

বাজেটের ৬৩ শতাংশেরও বেশি যোগাড় করতে বলা হয়েছে এনবিআরকে। যদিও ব্যবসায়ীদের খুশি করতে কর্পোরেট করের হার কমিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী। পিছিয়ে দিয়েছেন নতুন শুল্ক আইনও। এর পাশাপাশি ভোটের আগে রাস্তাঘাট, সেতু, বিদ্যুত, শিক্ষা, স্বাস্থ্যসহ নানাখাতে উন্নয়নের জন্য বরাদ্দ দেয়া হচ্ছে ১ লাখ ৮১ হাজার কোটি টাকা।

অর্থমন্ত্রী আশা করছেন এবার প্রবৃদ্ধি বাড়বে ৭ দশমিক ৮ শতাংশ। আর জিনিসপত্রের দাম ৫ দশমিক ৬ শতাংশের বেশি বাড়বে না বলে দাবি অর্থমন্ত্রীর।