ভ্যাট প্রদানে প্যাকেজ পদ্ধতি আরও কয়েক বছর চালু রাখার দাবি

ভ্যাট প্রদানে প্যাকেজ পদ্ধতি আরও কয়েক বছর চালু রাখার দাবি

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি :

ভ্যাট দেওয়ার ক্ষেত্রে প্যাকেজ পদ্ধতি আরও কয়েক বছর চালু রাখার দাবি জানাচ্ছেন সিলেটের ব্যবসায়ীরা। তারা বলছেন, সারা বছর লেনদেনের পুরো হিসাব রক্ষা করে সে অনুযায়ী ভ্যাট দেওয়া ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য মোটামুটি অসম্ভব। ভ্যাটের হার কমানোর পাশাপাশি ভ্যাট বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণের কথাও বলছেন অনেকে।

পুরনো প্যাকেজ প্রথা ভেঙে হঠাৎ করে উচ্চহারে ভ্যাট দিতে ব্যাপক অনীহা সিলেটের ব্যবসায়ীদের। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা দেখছেন বাড়তি জটিলতা হিসেবে। নতুন পদ্ধতি নিয়েও তাদের মধ্যে রয়েছে মতপার্থক্য। এ বিষয় সিলেট মহানগর ব্যবসায়ী কল্যাণ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, বিষয়টি সহনীয় পর্যায়ে রেখে ব্যবসায়ী ও ভোক্তার সমঝোতার সুযোগ দিয়ে ভ্যাটের হার ধীরে ধীরে বাড়ানো উচিত।

সিলেটের ব্যবসায়ী নেতাদের মতে, প্যাকেজ ভ্যাট দেওয়ার সুযোগ আরও কয়েক বছর দিয়ে, তারপরই নতুন পদ্ধতি চালু করা উচিত।

১৫ শতাংশ ভ্যাট আরোপ অযৌক্তিক বলেই মনে করছেন সিলেটের ব্যবসায়ী নেতারা। তাদের দাবি : ভ্যাটের হার ও আওতা, দুটোই কমানোর বিষয়ে নজর দিতে হবে সরকারকে। ব্যবসায়ীরা রাজস্ব দিতেই চায়। তবে সেটি যেন সহনীয় হয় এমন দাবি তাদের।