ভারতে চলতি বছর স্বর্ণের চাহিদায় মন্দাভাব

ভারতে চলতি বছর স্বর্ণের চাহিদায় মন্দাভাব

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

ভারতে চলতি বছর স্বর্ণের চাহিদায় মন্দাভাব বিরাজ করছে। মূল্যবান ধাতুটির দরবৃদ্ধি এবং জুয়েলারি ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে চাহিদা কমতির দিকে রয়েছে।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্যমতে, ২০১৬ সালে ভারতে স্বর্ণের চাহিদা কমে দাঁড়াতে পারে প্রায় ৭৫০-৮০০ টনে, যেখানে গত বছর দেশটিতে পণ্যটির চাহিদা ছিল ৮৬০ টন।

ডব্লিউজিসির মহাপরিচালক শ্যামসুন্দরাম বলেন, চলতি বছরের প্রথমার্ধে  ভারতে স্বর্ণের চাহিদা কমে দাঁড়িয়েছে ২৪৮ টনে। তবে দ্বিতীয় প্রান্তিকে পণ্যটির চাহিদা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। মূলত এ সময় মৌসুম হিসেবে স্বর্ণের ব্যবহার বাড়ায় চাহিদা থাকে বাড়তির দিকে। সে হিসেবে চলতি বছর তিনি পণ্যটির চাহিদা ৭৫০ থেকে ৮০০ টনে থাকবে বলে প্রত্যাশা করছেন।

২০১৫ সালের প্রথম প্রান্তিকে ভারতে ৩৫১ দশমিক ৫ টন স্বর্ণের চাহিদা ছিল। ডব্লিউজিসির তথ্য মতে, চলতি বছরের আগস্টে ভারতে ২৪৭ দশমিক ৪ টন স্বর্ণের চাহিদা ছিল। এর পরিমাণ গত বছরের একই সময়ের চেয়ে ৩০ শতাংশ কম।