বিশ্বে অপরিশোধিত জ্বালানি তেলের দরপতন অব্যাহত

বিশ্বে অপরিশোধিত জ্বালানি তেলের দরপতন অব্যাহত

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক :

বিশ্বে অপরিশোধিত জ্বালানি তেলের দরপতন অব্যহাত রয়েছে। মার্কেট ওয়াচ তাদের খবরে  জানায়, অপরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন ও চাহিদা-সংক্রান্ত প্রতিবেদনের অপেক্ষায় বাজারে লেনদেন নিয়ে বেশ সতর্কতা অবলম্বন করছেন ব্যবসায়ীরা।

নিউইয়র্ক এক্সচেঞ্জে দাম কমেছে ব্যারেল প্রতি ৯ সেন্ট। এদিন পণ্যটির বাজার স্থির হয় প্রতি ব্যারেল ৪৮ মার্কিন ডলার ৪০ সেন্টে। সারা দিনের লেনদেনে অপরিশোধিত জ্বালানি তেলের মোট দরপতনের হার দশমিক ২ শতাংশ।

এর আগে শুক্রবার পণ্যটির বাজার স্থির হয়েছিল প্রতি ব্যারেল ৪৮ ডলার ৪৯ সেন্টে। এর মধ্য দিয়ে গত সপ্তাহে পণ্যটির মোট দরপতনের হার দাঁড়ায় ৯ দশমিক ১ শতাংশে, সাপ্তাহিক দরপতনের হার হিসাবে যা ৪ নভেম্বরের পর সর্বোচ্চ। মূলত সৌদি আরব ও রাশিয়ার উদ্যোগেই ২০১৬ সালের শেষ দিকে ওপেকভুক্ত ও বহির্ভূত দেশগুলো এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে। চুক্তির শর্ত অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে জুনে দেশগুলোর দৈনিক সম্মিলিত উত্তোলন ১৮ লাখ ব্যারেল কমানোর কথা রয়েছে।