বিনিয়োগের জন্য পুঁজিবাজার এখন নিরাপদ: অর্থমন্ত্রী

বিনিয়োগের জন্য পুঁজিবাজার এখন নিরাপদ: অর্থমন্ত্রী

শেয়ার করুন

অর্থমন্ত্রীনিজস্ব প্রতিবেদক :

বিনিয়োগের জন্য পুঁজিবাজার এখন নিরাপদ। এ কথা জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বিনিয়োগে সচেতনতা ও বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত হওয়ায় পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ছে।

রোববার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ১১ অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপী ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ উদ্বোধন করেন অর্থমন্ত্রী। নিরাপদ বিনিয়োগের দিক নির্দেশনা নিয়ে বিশ্বের ৮১টি দেশের সাথে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিনিয়োগ সপ্তাহ পালন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন: ২০১০ সালের মন্দাবস্থার পর বর্তমানে শেয়ারবাজার স্থিতিশীল পর্যায়ে এসেছে। বিনিয়োগ শিক্ষা প্রদানের জন্য চালু হয়েছে ফিন্যান্সিয়াল লিটারেসি। উচ্চ প্রবৃদ্ধি ধরে রাখতে বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দিয়ে অর্থমন্ত্রী জানান: দেশে জিডিপির অনুপাতে মাত্র ৩০ শতাংশ বিনিয়োগ হচ্ছে।