বাংলাদেশ আর ভারতের চেয়ে গরীব দেশ নয়: এডিবি

বাংলাদেশ আর ভারতের চেয়ে গরীব দেশ নয়: এডিবি

শেয়ার করুন

ctg_port_4_1নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ আর ভারতের চেয়েও গরীব বা অনগ্রসর প্রতিবেশ দেশ নয়। এশিয়ান ডেভলাপমেন্ট ব্যাংক এডিবি এর বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করেছে ভারতের সংবাদ মাধ্যম ‘দ্যা প্রিন্ট’।

আজ পত্রিকাটি এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ায় দশগুলোর মধ্যে ভারত অথনৈতিকভাবে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গতিশীল হলেও খুব শিগগিরই এর পরিবর্তন হতে যাচ্ছে। ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর থেকেই বাংলাদেশে অর্থনৈতিক ও সামাজিক সূচকে অনুযায়ী চিত্তাকর্ষকভাবে এগিয়ে যাচ্ছে। এরইমধ্যে সামাজিক সূচকের এগিয়ে যাওয়ার দিক থেকে ভারতের সঙ্গে সমানভাবে ছুটে চলছে বাংলাদেশ।

এশিয়ান ডেভলাপমেন্ট ব্যাংক এডিবি জানায় : ২০১৮-১৯ সালে বাংলাদেশ যেখানে ৭ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ঠিক করেছে, সেখানে ভারতের লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৩ শতাংশ। বাংলাদেশ পরিসংখান ব্যুরোর তথ্য অনুযায়ী, ভারতের প্রতিবেশি বাংলাদেশ গত অর্থ বছরে ৭ দশমিক দুই আট শতাংশ জিডিপি অর্জন করতে সমর্থ হয়। সেই জায়গায় ভারতের জিডিপি ছিলো ৭ দশমিক ১ শতাংশ।