বর্তমানে দেশের মাথাপিছু আয় ১৬১০ ডলার

বর্তমানে দেশের মাথাপিছু আয় ১৬১০ ডলার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বর্তমানে দেশের মানুষের মাথাপিছু আয় এক হাজার ৬১০ ডলার। ২০১৬-১৭ অর্থবছরের চূড়ান্ত হিসাবে দেখা গেছে, জিডিপি প্রবৃদ্ধির হার সাত দশমিক দুই আট শতাংশ। মঙ্গলবার এ কথা জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক বৈঠক শেষে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। এ

দিনের বৈঠকে, বরিশালে প্রধানমন্ত্রীর নামে একটি সেনানিবাস নির্মাণসহ ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এ বাবদ তিন হাজার ৩৩৩ কোটি টাকা অনুমোদন করেছে একনেক। প

রে সংবাদ ব্রিফিং-এ পরিকল্পনামন্ত্রী জানান : ২০১৫-১৬ অর্থবছরের এক হাজার ৬০২ ডলার থেকে মাথাপিছু আয় আট ডলার বেড়েছে। আর, ২০১৬-১৭ অর্থবছরের প্রাথমিক হিসাবে সাত দশমিক দুই চার শতাংশ ধরা হলেও প্রকৃত প্রবৃদ্ধি হয়েছে সাত দশমিক দুই আট শতাংশ।