পেঁয়াজের মূল্য কেজি প্রতি কমছে ৮ থেকে ১০ টাকা

পেঁয়াজের মূল্য কেজি প্রতি কমছে ৮ থেকে ১০ টাকা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বিপুল পরিমানে পেঁয়াজ আমদানি হওয়ায় কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। বেশ কিছুদিন বন্ধের পর আবার স্বাভাবিক হতে শুরু করেছে হিলি স্থলবন্দর।

দূর্গাপুজা ও আশুরার ছুটির পর প্রতিদিন গড়ে ৭৫ থেকে ৮০টি ট্রাক দেশে আসছে।

হিলি স্থলবন্দর সূত্রে জানা যায়, গড়ে প্রতিদিন প্রায় ১ হাজার ৫শ থেকে ১হাজার ৮শ টন পেঁয়াজ আসছে ভারত থেকে। সেজন্য পাইকারী ও খুচরা বাজারগুলোতে পেয়াজের দাম কমতে শুরু করেছে।

এ পর্যন্ত দাম কমেছে ৮-১০ টাকা। কদিন আগে ভারতীয় পেয়াজ খুচরা বাজারে বিক্রি হতো কেজি প্রতি ২৫ থেকে ২৮টাকা পর্যন্ত। এখন তা দাড়িয়েছে কেজিতে ১৬ থেকে ১৮ টাকা।

খুচরা ব্যাবসায়ীরা বলছে এভাবে আমদানি হতে থাকলে বাজারে পেঁয়াজের দাম আরো কমতে পারে। তবে দেশীয় পেঁয়াজের দাম তুলনা মূলকভাবে একটু বেশী।