নতুন ভ্যাট আইনে ওষুধের দাম বাড়বে না!

নতুন ভ্যাট আইনে ওষুধের দাম বাড়বে না!

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

নতুন ভ্যাট আইনে ওষুধের দাম বাড়বে না। বরং এ শিল্পে ব্যবহৃত কাঁচামালে শুল্ক রেয়াত দেওয়ায়, বিদেশে ওষুধ রপ্তানি আরও বাড়বে। জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর শনিবার রাজধানীর একটি হোটেলে ‘ওষুধের উপর ভ্যাট’ বিষয়ে গোলটেবিল আলোচনায় এ প্রত্যাশার কথা জানায়।

এনবিআর জানায়, দেশের ওষুধ শিল্পের প্রসারে সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে শুল্ক রেয়াত দেওয়া হবে। এর ফলে, আগের চেয়ে কমে আসবে ওষুধের দাম।

তবে এনবিআরের দাবির সাথে দ্বিমত পোষণ করে, বাংলাদেশ ফার্মাসি কাউন্সিল ও ওষুধশিল্প মালিক সমিতি জানায়, সমহারে ১৫ শতাংশ ভ্যাট আরোপ হলে, কিছু জীবন রক্ষাকারী ওষুধ ছাড়া, সব ক্ষেত্রেই এর বিরূপ প্রভাব পড়বে। তাই জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে, ওষুধের দাম কমানোর পাশাপাশি চিকিৎসা ব্যয়-ও কমিয়ে আনার আহবান জানান বক্তারা।