তামাকজাত পণ্যের ওপর কর আরও বাড়বে

তামাকজাত পণ্যের ওপর কর আরও বাড়বে

শেয়ার করুন

1454236467_lotus-kamalনিজস্ব প্রতিবেদক :

আগামী বাজেটে তামাকজাত পণ্যের ওপর কর আরও বাড়াবে সরকার। একথা জানিয়ে পরিকল্পনামন্ত্রী আ. হ. ম. মোস্তফা কামাল বলেছেন, ক্রমাগত করের হার বাড়িয়ে তামাকজাত পণ্যের প্রসার নিরুৎসাহিত করা হবে।

বুধবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে তামাকবিরোধী সংগঠন প্রগতির জন্য জ্ঞান- প্রজ্ঞা আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তামাকজাত পণ্যসম্পর্কিত একটি গবেষণাপত্র প্রকাশ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে গবেষকরা জানান, তামাককে নিরুৎসাহিত করা অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করের হার খুবই কম। এছাড়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা এফসিটিসি (FCTC) মানার প্রবণতাও কম এদেশে।

তামাকপণ্য ব্যবসায়ীদের সঙ্গে সরকারের কর্তাব্যক্তিদের ভাল সম্পর্ক এক্ষেত্রে বড় বাধা বলে মন্তব্য করেন সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। পরিকল্পনামন্ত্রী জানান, ২০৪০ সালের মধ্যে এফসিটিসি পূর্ণ বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।