টিপিপি চুক্তি বাতিল করলেন ট্রাম্প

টিপিপি চুক্তি বাতিল করলেন ট্রাম্প

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ চুক্তি-টিপিপি বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য চুক্তি টিপিপি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহারে নির্বাহী আদেশ জারি করেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময়ে এটি বাতিলের প্রতিশ্রুতি দেন ট্রাম্প। তখন এই বাণিজ্যচুক্তির কড়া সমালোচনা করে ট্রাম্প বলেছিলেন, এই চুক্তি যুক্তরাষ্ট্রের পণ্য উৎপাদন খাতের জন্য ধ্বংস বয়ে আনবে।

সদ্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্যোগে স্বাক্ষরিত এই টিপিপি চুক্তিতে আরো ১২টি দেশ ছিল। যারা বৈশ্বিক অর্থনীতির ৪০ শতাংশ নিয়ন্ত্রণ করে আসছে। বিশাল এই আন্তঃবাণিজ্যচুক্তিতে যুক্তরাষ্ট্র ছাড়াও ছিল জাপান, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা ও মেক্সিকো। এই চুক্তির লক্ষ্য ছিল অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও শক্তিশালী করা এবং শুল্ক কমানো। যদিও এই চুক্তি এখনো দেশগুলোর আইনসভা অনুমোদন করেনি।