জিনপিংয়ের সফরের মধ্য দিয়ে নির্মাণ কাজের উদ্বোধন কর্ণফুলি টানেলের

জিনপিংয়ের সফরের মধ্য দিয়ে নির্মাণ কাজের উদ্বোধন কর্ণফুলি টানেলের

শেয়ার করুন

news_image_2015-11-25_52071নিজস্ব প্রতিবেদক :

চীনা রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে চট্টগ্রামের বহুল প্রতীক্ষিত কর্ণফুলি টানেল এবং চীনা অর্থনৈতিক অঞ্চলের। এসব উন্নয়ন প্রকল্পে ব্যাপক কর্মসংস্থান ও শিল্প উন্নয়নের পাশাপাশি বিশ্ববাজারে প্রতিযোগিতা করার সক্ষমতা বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কর্ণফুলী নদীর নিচে টানেল নির্মাণ স্বপ্নের প্রকল্প। সেই স্বপ্ন সফল হওয়ার পথে। শুক্রবার টেলিকনফারেন্সে ভিত্তিপ্রস্তর উন্মোচন করা হয়েছে সাড়ে ৮ হাজার কোটি টাকার এই প্রকল্পের। এর মাধ্যমে এক নগর, দুই শহর নীতির স্বপ্ন সত্যি হতে চলেছে। এ টানেল নির্মাণ শেষ হলে চট্টগ্রাম হবে চীনের সাংহাইয়ের মতো। যা পাল্টে দিবে দেশের বাণিজ্যিক কানেকটিভিটির হিসেব-নিকেশ, এমনটাই মনে করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মঈনুল ইসলাম

একই সাথে উদ্বোধন করা হয় চীনের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৭শ’ ৭৪ একর জমির ওপর নির্মাণ হবে ১৬ হাজার কোটি টাকারএই প্রকল্প। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট শি-জিনপিংয়ের সফরের মধ্য দিয়ে ভিত্তিপ্রস্তর উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।

এ দুটি প্রকল্প ছাড়াও বাঁশখালীতে শিল্পগ্রুপ এস আলমের বিদ্যুৎকেন্দ্রে চীনের অর্থায়নের বিষয়ে একটি চুক্তিও হয়েছে।