‘চীনা প্রেসিডেন্টের সফর দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করবে’

‘চীনা প্রেসিডেন্টের সফর দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করবে’

শেয়ার করুন

bdc

নিজস্ব প্রতিবেদক :

তিন দশকের মধ্যে প্রথম কোন চীনা প্রেসিডেন্টের সফর দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরো দৃঢ় করবে বলেই মনে করেন বাংলাদেশ ও চীনের গণমাধ্যম ব্যক্তিত্বরা। মঙ্গলবার, রাজধানীর একটি হোটেলে এক মতবিনিময় সভায় এ আশার কথা বলেন তারা।

কূটনৈতিক পর্যায়ে এ দেশে বিনিয়োগের সুযোগ সুবিধা তুলে ধরতে পারলে, বাংলাদেশের অবকাঠামো এবং ব্যবসা-বাণিজ্যে যুগান্তকারী পরিবর্তন আসবে বলে মনে করেন দুদেশেরই গণমাধ্যম প্রতিনিধিরা।

চীনের প্রেসিডেন্টের সফরের সময়, বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে আরো সহজ শর্তে চীনের অর্থায়নের বিষয়টি আলোচানায় আনার পরামর্শ দেন তারা। পাশাপাশি দুই দেশের মধ্যে ইতিবাচক তথ্য আদান-প্রদানে গণমাধ্যম কর্মীদের যৌথ অংশগ্রহণের পরামর্শও রয়েছে তাদের।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশের প্রেসিডেন্ট হিসেবেই নয়, তিনি ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও সেন্ট্রাল মিলিটারি কমিশনের চেয়ারম্যানও। দেশটির সামরিক ও বেসামরিক আমলাতন্ত্র ও রাজনীতিবিদদের ওপর তার রয়েছে যথেষ্ট প্রভাব। চীনা প্রেসিডেন্টের এ সফর থেকে অবকাঠামোসহ বিভিন্ন খাতে প্রায় বিলিয়ন ডলারের চীনা সহায়তা পাওয়ার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ।