চামড়া শিল্পের অস্তিত্ব রক্ষার দাবি

চামড়া শিল্পের অস্তিত্ব রক্ষার দাবি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

চামড়া শিল্পের অস্তিত্ব রক্ষার দাবি জানিয়েছে চামড়াশিল্প রক্ষা ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠন।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ঐক্য পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনগুলোর নেতারা বলেন, স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের কারণে চামড়াশিল্প আজ ধ্বংসের মুখে। সাভারে এই শিল্পকে ঘিরে বিসিক এর অব্যবস্থাপনার বিচার বিভাগীয় তদন্ত চান তাঁরা।

বক্তারা জানান, ইতোমধ্যে সাভারে ২২শো কোটি টাকা বিনিয়োগ করেছেন ব্যবসায়ীরা। সেখানে আরও ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। পরিবেশ রক্ষার ইস্যুতে আবারো যাতে সংকটে পড়তে না হয়, সেজন্য নিশ্চিত নিরাপদ শিল্পাঞ্চলের দাবি তুলেছেন ব্যবসায়ীরা।