চলছে আয়কর মেলার শেষ দিন

চলছে আয়কর মেলার শেষ দিন

শেয়ার করুন

22405495_1373883392722104_2622653569075982438_nনিজস্ব প্রতিবেদক :

ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে আয়কর মেলার শেষ দিন আজ। রাজধানীতে গত ১ নভেম্বর আগারগাঁয়ে এনবিআরের নিজস্ব ভবনে শুরু হয় মেলা। প্রথম দিন থেকেই মেলায় ছিলো উপচে পড়া ভিড়।

এদিকে, সপ্তাহব্যাপী মেলার শেষ তিন দিন পাঁচ ঘণ্টা সময় বেড়ে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চলছে। সব বিভাগীয় শহরে এক সপ্তাহ, জেলা শহরে চার দিন, ৩২ উপজেলা শহরে দুই দিন এবং ৭১ উপজেলায় একদিন করে এ মেলা হবে।

এবারের আয়কর মেলায় প্রথমবারের মতো ঢাকা ও চট্টগ্রামের করদাতাদের ‘ইনকাম ট্যাক্স আইডি কার্ড’ ও ‘করদাতা স্টিকার’ দেওয়া হচ্ছে। জাতীয় পরিচয়পত্রের মতো এই ইনকাম ট্যাক্স আইডি কার্ডধারীরা সবক্ষেত্রে সম্মান পাবেন। আর করদাতা স্টিকার লাগানো যাবে গাড়িতেও। কার্ডধারী ব্যক্তি ও স্টিকার লাগানো গাড়ি পাবে বিশেষ সুবিধা। প্রথমবারের মতো আয়কর মেলায় দেওয়া হবে ‘কর বাহাদুর’ সম্মাননা। এছাড়া ৩৭০ সর্বোচ্চ আয়করদাতা ও ১৪৭ দীর্ঘমেয়াদি আয়করদাতাসহ মোট ৫১৭ জনকে সম্মাননা দেওয়ার কথা রয়েছে।