কৃষকের কাছ থেকে ধান ২৪ টাকা, চাল ৩৪ টাকা দরে কিনবে সরকার

কৃষকের কাছ থেকে ধান ২৪ টাকা, চাল ৩৪ টাকা দরে কিনবে সরকার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন বোরো মৌসুমে কৃষকের কাছ থেকে প্রতি কেজি ধান ২৪ টাকা, চাল ৩৪ টাকা এবং ২৮ টাকা দরে গম কিনবে সরকার।

রোববার দুপুরে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এবার ৭ লাখ মেট্রিক টন ধান এবং ৮ লাখ মেট্রিক টন চাল কেনা হবে। ধান-চাল সংগ্রহ করা হবে ২ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত। এছাড়া ১৮ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত সময়ে এক লাখ মেট্রিক টন গমও সংগ্রহ করা হবে।

সভা শেষে ব্রিফিং-এ খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এসব তথ্য জানিয়ে বলেন, কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনা হবে এবং টাকা তাদের ব্যাংকে জমা হবে। এবার ধানের উৎপাদন খরচ ২২ টাকা এবং চালের ৩১ টাকা বলে জানান মন্ত্রী। এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, বন্যায় সুনামগঞ্জ-নেত্রকোনার হাওর এলাকার খাদ্যশস্যের ক্ষতি হলেও সংকটের আশংকা নেই।