কানাডার রায় নিয়ে বিশ্বব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তি

কানাডার রায় নিয়ে বিশ্বব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

কানাডার আদালতে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে করা মামলা খারিজ হয়ে যাবার পর সংবাদ বিজ্ঞপ্তিতে নিজেদের অবস্থান জানিয়েছে বিশ্ব ব্যাংক। সংস্থাটির ঢাকা অফিসের মিডিয়া বিভাগের কর্মকর্তা মেহরিন মাহবুব জানান, বিশ্ব ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি পদ্মা সেতু নিয়ে কানাডার আদালতে রায়ের প্রেক্ষিতেই প্রকাশ করা হয়েছে।

যদিও প্রকাশিত বিজ্ঞপ্তিতে পদ্মা সেতু প্রকল্প ও বাংলাদেশের প্রসঙ্গ এড়িয়ে গিয়েছে বিশ্ব ব্যাংক। এতে বলা হয়েছে, ‘বিশ্বব্যাংক তার অর্থায়িত প্রকল্পে ঘুষ-দুর্নীতির অভিযোগকে খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে থাকে।

বিশ্বব্যাংকের কোন তদন্ত শেষ হলে তার অনুসন্ধান রিপোর্ট পাঠানো হয় সংশ্লিষ্ট দেশকে। যেন, এর মধ্যদিয়ে দেশটির জাতীয় আইন লঙ্ঘন হয়েছে কিনা তা সেই দেশটি বিবেচনা করতে পারে। পরবর্তীতে সেই সংশ্লিষ্ট দেশের পর্যবেক্ষণ বার্ষিক প্রতিবেদনে প্রকাশ করা হয়।