আবহাওযা অনুকূলে থাকায় হবিগঞ্জে লেবুর ফলন ভালো হয়েছে

আবহাওযা অনুকূলে থাকায় হবিগঞ্জে লেবুর ফলন ভালো হয়েছে

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি :

আবহাওযা অনুকূলে থাকায় হবিগঞ্জে লেবুর ফলন ভালো হয়েছে।  ফলন ভালো হওয়ায় লাভবান কৃষকরা। কৃষকরা জানান, এ বছর হবিগঞ্জে ১ হাজার ৪৫০ হাজার হেক্টর জমিতে লেবু চাষ হয়েছে।

এ বছর বাহুবলে ৯ শত হেক্টর, চুনারুঘাটে ৪শ হেক্টর, মাধবপুরে ১শ’ হেক্টর ও নবীগঞ্জে ৫০ হেক্টর জমিতে লেবুর চাষ হয়েছে। জেলার ৪টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি লেবুর ফলন হয়েছে বাহুবল উপজেলায়। পাহাড়ি লেবু সুস্বাদু হওয়ার এর চাহিদা রয়েছে ব্যাপক । এ অঞ্চলের লেবু দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়।