আন্তর্জাতিক বাজারে কমছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে কমছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম

শেয়ার করুন

Captureবিশ্বসংবাদ ডেস্ক :

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেল উত্তোলনের পরিমাণ বৃদ্ধির সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে।

আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে যুক্তরাষ্ট্রে ডব্লিউটিআইএ বিক্রি হয় প্রতি ব্যারেল ৪৮ ডলার ৭৮ সেন্টে, যা আগের দিনের তুলনায় ৪ সেন্ট বা দশমিক ১ শতাংশ কম। এছাড়া প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয় ৫২ ডলারে, যা আগের দিনের তুলনায় ১০ সেন্ট বা দশমিক ২ শতাংশ কম।

নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে জুলাইয়ের শেষ সপ্তাহে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের গড় দাম ছিল ৪৯ ডলার ৭১ সেন্ট, যা তার আগের সপ্তাহের তুলনায় ৪ ডলার বা ৮ দশমিক ৬ শতাংশ বেশি।