আঞ্চলিক সহযোগিতা বাংলাদেশের বড় শক্তি: ড. দেবপ্রিয়

আঞ্চলিক সহযোগিতা বাংলাদেশের বড় শক্তি: ড. দেবপ্রিয়

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ এখন বড় শক্তি বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা ‘সেন্টার ফর পলিসি ডায়ালগ’ বা সিপিডি-র সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

সোমবার সকালে রাজধানীর ধানমন্ডিতে বিলিয়া মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন : বাংলাদেশের জিডিপির ৫৫ শতাংশ এখন বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত।

তাই আঞ্চলিক ও উপ-আঞ্চলিক সহযোগিতা বাড়াতে বিমসটেকের মতো আঞ্চলিক সহযোগী সংস্থাগুলোকে কাজে লাগাতে হবে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে দ্বিপাক্ষিক বিষয়গুলোর পাশাপাশি বহুপাক্ষিক বিষয়গুলো নিয়েও আলোচনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ড. দেবপ্রিয়।