অর্থনীতির ভেতরেই আরেক নতুন ধারা

অর্থনীতির ভেতরেই আরেক নতুন ধারা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

অর্থনীতির ভেতরেই আরেক নতুন ধারা। যুদ্ধাপরাধীদের বিচার আর শাস্তি ঠেকানোর উদ্দেশ্যে শুরু হলেও, দেশে সাম্প্রতিক জঙ্গি হামলার পেছনেও এই অর্থায়ন রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। মৌলবাদের রাজনীতি প্রতিষ্ঠা আর সুরক্ষার উদ্দেশেও এই অর্থনীতি লালিত-পালিত হচ্ছে।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এই মীর কাশেম আলীই, মৌলবাদী অর্থনীতির প্রান ভোমরা। ব্যাংক হাসপাতাল শিক্ষা গণমাধ্যম বিভিন্ন খাতে তার ব্যবসা। যার বড় অংশই খরচ করেছেন, জামায়াতের রাজনীতিতে। নিজের অপরাধ ঢাকতে যুক্তরাষ্ট্রের লবিষ্ট কেসিডি এন্ড আ্যাসোসিয়েট এর পেছনেই ঢেলেছেন ১৮২ কোটি টাকা । যদিও টাকা ঢেলেও ঢাকা যায়নি অপরাধ।

মীর কাশেম আলীর মতো মৌলবাদীদের হাতেই কয়েক দশকে ফুলে ফেঁপে উঠেছে মৌলবাদের অর্থনীতি। বিষয়টি নিয়ে গবেষণা করেছেন আলোচিত অর্থনীতিবিদ ড. আবুল বারকাত। দেখিয়েছেন, মৌলবাদী প্রতিষ্ঠানগুলোর বছরে মুনাফা আড়াই হাজার কোটি টাকা। ৪০ বছরে যা দাঁড়িয়েছে ২ লাখ কোটি টাকায়। মুল অর্থনীতির বছরে প্রবৃদ্ধির যেখানে ৬-৭%, যেখানে মৌলবাদী অর্থনীতির প্রবৃদ্ধি ১০%। দেশের বড় ১২টি খাতে তাদের বিনিয়োগ।

মুনাফার এসব অংশ এখন যাচ্ছে জঙ্গিবাদের পেছনেও। জঙ্গিবাদে অর্থায়নে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ তো অনেক পুরোনো। বাংলাদেশ ব্যাংকও এখন খুঁজছে জঙ্গি অর্থায়নে মৌলবাদী অর্থনীতির সংশ্লিষ্টতা।

অর্থনীতির বিশ্লেষকরা বলছেন, এখন দরকার মৌলবাদীদের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোতে সরকারের নিয়ন্ত্রণ। তাহলেই ভেঙ্গে পড়বে জঙ্গিবাদের মুল স্তম্ভ। বাংলাদেশ মুক্তিপাবে জঙ্গিবাদ থেকে।