হল ছেড়ে যাচ্ছে জাবির শিক্ষার্থীরা

হল ছেড়ে যাচ্ছে জাবির শিক্ষার্থীরা

শেয়ার করুন

jahangirnagar-universityসাভার প্রতিনিধি :

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর হল ছেড়ে যাচ্ছে  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সড়ক দুর্ঘটনায় দুই সহপাঠী নিহতের প্রতিক্রিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে শনিবার অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ এবং রোববার সকাল ১০টার মধ্যে হল বন্ধের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সাভারের সিএনবি রোডে শুক্রবার ভোরে বাসের ধাক্কায় নিহত হন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান রানা ও মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী আরাফাত।

এই ঘটনায় শনিবার ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ ও পরে উপাচার্যের বাসভবন ঘেরাও করে ও ভাঙচুর চালায় শিক্ষর্থীরা। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে লাঞ্ছিত করলে পুলিশ ৪২ শিক্ষার্থীকে আটক করে। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় ভাঙচুরের মামলা হরা হয়েছে।