কুবির প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা

কুবির প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা

শেয়ার করুন

কুমিল্লা প্রতিনিধি:

ক্লাস-পরীক্ষার দাবিতে বুধবার সকাল থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এদিকে গত চার দিন ধরে ছয় দফা দাবিতে ক্লাস বর্জন করে আন্দোলন করে আসছে কুবি শিক্ষক সমিতি।

গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বাসায় পরিকল্পিত হামলার রহস্য উদঘাটন করে দোষীদের বিচারের আওতায় আনা,১আগষ্ট ছাত্রলীগের দু’গ্রপের সংঘর্ষে নিহত খালিদ সাইফুল্লাহ হত্যাকান্ডের বিচার করাসহ ছয় দফা দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষকরা।

বুধবার ক্লাস ও পরীক্ষার দাবিসহ মোট ১১ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এসময় প্রশাসনকে  দ্রুত সংকট নিরসন করে ক্লাস-পরীক্ষা চালুর দাবি জানান তারা।

আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ৮ম ব্যাচের শিক্ষার্থী মো. নওশাদ উল্লাহ বলেন, ‘শিক্ষকদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। এতে আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি। শিক্ষকদের এ গ্রুপের কাছে গেলে ওই গ্রুপের কাছে পাঠানো হচ্ছে। তাই বাধ্য হয়ে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দিয়েছে।’

শিক্ষকদের চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি ড.আবু তাহের বলেন, ‘ ছয় দফা দাবিতে শিক্ষকরা আন্দোলন করে আসছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবিগুলো মেনে নিলে আমরা আন্দোলন থেকে সরে আসব।’

শিক্ষকদের ৬ দফা দাবির প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফ বলেন, ‘ আমিও সমস্যার দ্রুত সমাধান চাই। শিক্ষক সমিতিকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছি।’