ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৯ দিনের ছুটি ঘোষণা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৯ দিনের ছুটি ঘোষণা

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আজ শনিবার থেকে দীর্ঘ ৩৯ দিনের ছুটি শুরু হয়েছে। পবিত্র রমযান ও ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে এই ছুটি দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

আজ শনিবার থেকে আগামী ৩ জুলাই পর্যন্ত একাডেমিক সকল কার্যক্রম ছুটি থাকবে। তবে ২০ মে থেকে আগামী ১৯ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগ চাইলে ক্লাস-পরীক্ষা নিতে পারবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসান লজিস্টিক সাপোর্ট দিবেন।

এদিকে আগামী ২৭ মে পর্যন্ত গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকা- বন্ধ থাকবে। ছুটি শেষে ২৮ মে থেকে ১৯ জুন পর্যন্ত সকল প্রশাসনিক কার্যক্রম চলবে। তবে পবিত্র রমযান ও ঈদুল ফিতর উপলক্ষে ২০ জুন থেকে আগামী ৩ জুলাই পর্যন্ত প্রশাসনিক কাজ বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, ছুটি শেষে আগামী ৪ জুলাই থেকে সকল একাডেমিক ও প্রশাসনকি কার্যক্রম যথারীতি চলবে। উল্লেখ্য, আগামী ২০জুন থেকে ২জুলাই পর্যন্ত আবাসিক হল বন্ধ থাকবে। ৩জুলাই শিক্ষার্থীদের জন্য আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে।