‘জঙ্গি আস্তানায়’ অভিযান: অস্ত্রসহ আটক পাঁচ

‘জঙ্গি আস্তানায়’ অভিযান: অস্ত্রসহ আটক পাঁচ

শেয়ার করুন

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকায় একটি জঙ্গি আস্তানায় অভিযানে ৩ জঙ্গিকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকালে কর্নেলহাটের মুকিম তালুকদার পাড়ার ঘটনাস্থল থেকে চারটি গ্রেনেড, দুইটি বিদেশী পিস্তল, জিহাদী বই ও বিপুল বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়।

ctgর‌্যাব জানায়, ভোররাতে নগরীর এ কে খান মোড় থেকে অস্ত্রসহ দুই জনকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান চালানো হয় এই বাড়িটিতে। এসময় আটক হয় আরও ৩ জন।

অভিযান শেষে এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাবের গনমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, আটক ৫ জঙ্গি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামীর সদস্য। এর মধ্যে প্রথমে আটক ২ জনের নাম তাজুল ইসলাম ও নাজিম উদ্দিন। তাদেরকে অস্তসহ আটক করা হয়।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই আস্তায় অভিযানে আটক হয় নুরে আলম, হাফেজ আবু জার গিফারি ও ইফতিশাম আহমেদ নামে ৩ জন। এরা সবাই জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষনেতা মুফতি মাইনুল ইসলামের সহযোগী।