শেষ শ্রদ্ধা জানানো হয়েছে দ্বিজেন শর্মাকে

শেষ শ্রদ্ধা জানানো হয়েছে দ্বিজেন শর্মাকে

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

সর্বস্তরের মানুষের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে নিসর্গসখা দ্বিজেন শর্মাকে। শুক্রবার ভোরে ৮৮ বছর বয়সে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

রোববার সকাল সোয়া ১১টায় স্কয়ার হাসপাতালের হিমঘর থেকে তাঁর মরদেহ নেওয়া হয় বাংলা একাডেমিতে। সেখানে তাঁর আত্মীয়-স্বজন, বন্ধু-অনুরাগী ও বিভিন্ন অঙ্গণের বিশিষ্টজনেরা সহ সাধারণ মানুষ শ্রদ্ধা জানান। পাশাপাশি বাংলা একাডেমি এবং জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি গুণী এই ব্যক্তিত্বকে শ্রদ্ধা নিবেদন করে।

পরে দুপুর ১২টায় দ্বিজেন শর্মার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় তাঁর প্রতি নাগরিক শ্রদ্ধা নিবেদন করেন অসংখ্য মানুষ। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় তাঁর দীর্ঘদিনের কর্মস্থল নটরডেম কলেজে। সেখান থেকে রাজধানীর সবুজবাগে বরদেশ্বরী কালীমন্দির সংলগ্ন শশ্মানে তাঁর দাহ সম্পন্ন হবে।