শচীন দেববর্মনের ১১১তম জন্মদিন

শচীন দেববর্মনের ১১১তম জন্মদিন

শেয়ার করুন

image-9188নিজস্ব প্রতিবেদক :

উপমহাদেশের কিংবদন্তী শিল্পী শচীন দেববর্মনের ১১১তম জন্মদিন আজ। ১৯০৬ সালের এই দিনে কুমিল্লা শহরে ত্রিপুরার চন্দ্রবংশীয় মানিক্য রাজপরিবারে জন্ম তাঁর।

স্কুল জীবন কুমিল্লা জেলা স্কুল থেকে শুরু হয়। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে  পড়াশোনা করেছেন ইংরেজিতে এমএ নিয়ে। ১৯৪৪ থেকে তিনি স্থায়ীভাবে মুম্বাইয়ে বসবাস শুরু করেন। বাবা নবদ্বীপচন্দ্র দেববর্মন ছিলেন একাধারে ভাস্কর, সেতারবাদক ও ধ্রূপদী সঙ্গীতশিল্পী । তিনিই শচীনের প্রথম সঙ্গীত শিক্ষক।

কন্ঠশিল্পীর পাশাপাশি শচীন দেব বর্মণ ছিলেন সার্থক গীতিকার ও সঙ্গীত পরিচালক। তিনিই প্রথম গান লেখার আগে সুর করার প্রথা চালু করেন। তাঁর গাওয়া নিটল পায়ে রিনিক ঝিনিক,  শোন গো দখিন হাওয়া’, ‘তুমি এসেছিলে পরশু’  গানগুলো বিভিন্ন শিল্পীদের এই সময়ের ঢঙে পরিবেশনাতেও পেয়েছে তুমুল জনপ্রিয়তা।

১৯৭৫ সালের ৩১ অক্টেবর ৫ মাস কোমায় থাকার পর এই কিংবদন্তী শিল্পীর মৃত্যু হয়। তাঁর পুত্র রাহুল দেববর্মণ ভারতের বিখ্যাত সঙ্গীত পরিচালক এবং সুরকার ছিলেন।