বাচিক শিল্পী শিমুল মুস্তাফার আবৃতি

বাচিক শিল্পী শিমুল মুস্তাফার আবৃতি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

স্বদেশী আন্দোলন থেকে স্বাধীনতা যুদ্ধ। প্রতিটি আন্দোলন সংগ্রামে রচিত হয়েছে জ্বালাময়ী কবিতা। বাংলা সাহিত্যেও স্থান পাওয়া সেসবের ৭১টি নির্বাচিত কবিতা বৈকুন্ঠ আবৃত্তি একাডেমী আয়োজিত অনুষ্ঠানে এককভাবে আবৃত্তি করেন বাচিক শিল্পী শিমুল মুস্তাফা।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর রবীন্দ্র সরোবরে আয়োজিত এ অনুষ্ঠানে পুঁথি পাঠের সুর সংযোজনেও আবৃত্তি পরিবেশন করেন তিনি। মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে ৭১ টি কবিতা আবৃত্তি করেন শিমুল মুস্তাফা।

আবৃত্তি করেন কবি মঙ্গলাচরণ চট্রপাধ্যায়, শাসসুর রহমান,সৈয়দ শামসুল হক, নির্মলেন্দু গুণসহ বিভিন্ন গুণী কবির কবিতা। বিজয়ের মাসে ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধকে স্মরণ করে অনুষ্ঠানে ১৯৭১ টি মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। কবিতার মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে ৭১ এর চেতনা তুলে ধরতেই এ ধরনের আয়োজন বললেন আয়োজকরা।