পপ গায়ক জর্জ মাইকেল আর নেই

পপ গায়ক জর্জ মাইকেল আর নেই

শেয়ার করুন

British singer George Michael performs on stage during his "Symphonica" tour concert in Vienna September 4, 2012. REUTERS/Heinz-Peter Bader

এটিএন টাইমস ডেস্ক:

প্রখ্যাত ব্রিটিশ পপ গায়ক জর্জ মাইকেল আর নেই। ৫৩ বছর বয়সে ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারে নিজের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তী শিল্পী।

আশির দশকে দারুণ খ্যাতি অর্জন করেন শিল্পী জর্জ মাইকেল। গান গাইতেন। ছিলেন গীতিকার ও সুরকার। ‘কেয়ারলেস হুইস্পার’-খ্যাত এই শিল্পী ১৯৮২ সালে অ্যান্ড্রু রিজলিকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন গানের দল ‘হোয়াম’। চার বছরের মাথায় হোয়াম ভেঙে গেলে, একক ক্যারিয়ার গড়ে তোলেন জর্জ।

image_1482709822_82260543সারাবিশ্বে তাঁর আ্যালবামের বিক্রি ১০০ মিলিয়ন কপিরও বেশি। ৩০ বছরের সঙ্গীত জীবনে ভূষিত দুইবার জিতেছেন গ্র্যামি। তাঁর অন্যতম জনপ্রিয় গান- ‘লাস্ট ক্রিস্টমাস’।

স্থানীয় সময় রোববার রাত ১১টায় তাঁর মুখপাত্র এক বিবৃতিতে বলেন, অতি দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে, আমাদের প্রিয় পুত্র, ভাই এবং বন্ধু জর্জ ক্রিস্টমাসের দিনে শান্তিতে ওপারে পৌঁছেছেন। এবারের ক্রিস্টমাস শেষ করেই চিরবিদায় নিলেন জনপ্রিয় এই শিল্পী।