এশীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধন

এশীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

৫৫টি দেশের অংশগ্রহনে শুরু হয়েছে ১৭তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ-২০১৬। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, শিল্পকলা একাডেমীতে এর উদ্বোধন ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিভিন্ন দেশের চিত্রশিল্পী ছাড়াও, রাষ্ট্রীয় অতিথিরা যোগ দেন উদ্বোধনী অনুষ্ঠানে। বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভূটান, থাইল্যান্ড ও ইংল্যান্ডসহ মোট ৫৫টি দেশ অংশ নেয় প্রদর্শনীতে।  মানুষের সংগ্রামশীল জীবন এবং রাজনীতি উঠে এসেছে প্রদর্শিত শিল্পকর্মে। প্রদর্শনীতে স্থান  পয়েছে,  ১২৭ জন শিল্পীর ২৭৭টি শিল্পকর্ম।

প্রদর্শনী চলবে ৩১ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এসব চিত্রকর্ম দেশপ্রেম ও মানুষের কথা বলে।