জাতীয় কবির সমাধিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

জাতীয় কবির সমাধিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

শেয়ার করুন

cms-image-000010606নিজস্ব প্রতিবেদক :

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২ তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন স্তরের মানুষ।

রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সমাহিত নজরুলের কবরে শ্রদ্ধা জানান, তার পরিবারের সদস্য, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন স্তরের মানুষ। এসময় তারা দোয়া মোনাজাতও করেন।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সমাধিস্থলে আলোচনার আয়োজন করা হয়। নজরুলের সাহিত্যকর্মের অনুবাদ করার দাবি জানিয়ে কবির নাতনী খিলখিল কাজী বলেন, নজরুলের সাহিত্য কর্ম এখনো সর্বস্তরে পৌছতে পারেনি। সেজন্য পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। শ্রদ্ধা জানাতে এসে সুধীজনরা বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িকতার যে বিষবৃক্ষ, এটাকে নির্মূল করতে কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম বেশি করে চর্চা করতে হবে।