কবিতা ‘ভুল’

কবিতা ‘ভুল’

শেয়ার করুন

কবিতা

ভুল

আবদুল হান্নান ফারুক

পৃথিবীর শুরুতে
একটি না’র বিষাক্ততায়
যে যুবক ভেঙে পড়েনী যাতনায়
তোমরা তার নাম দিয়েছ ‘পাহাড়’!
একটি নির্লজ্জ চোখের নাম
তোমরা রেখেছ ‘আকাশ’।
না,ওটা জমিন নয়,
তাহার পদচারনের জন্য
এক প্রেমিকের অনন্ত খোলা ‘হৃদয়’!
ওটা কি সমুদ্রের ঢেউ?
বরং
এক বেহায়ার নিরন্তর চিৎকার
ভালোবাসি ….