চট্টগ্রামে লরি ধর্মঘট অব্যাহত

চট্টগ্রামে লরি ধর্মঘট অব্যাহত

শেয়ার করুন

চট্টগ্রাম ম্যাপচট্টগ্রাম প্রতিনিধি:

সমাধান ছাড়াই জেলা প্রশাসকের সঙ্গে চট্টগ্রাম লরি মালিক সমিতির বৈঠক শেষ। ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা মালিক-শ্রমিকদের।

আবারও বৈঠক করেও কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে প্রাইম মুভার ট্রেইলর মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাথে জেলা প্রশাসকের সভা।

বৃহস্পতিবার রাতে ডিসির বাংলোতে আয়োজিত বৈঠকে কোন ফলপ্রসু সিদ্ধান্ত আসেনি বলে জানিয়েছেন প্রাইমমুভার মালিক শ্রমিকরা। এতে লরী ধর্মঘট অব্যাহত থাকার পাশাপাশি শনিবার থেকে ডাকা পরিবহন ধর্মঘটও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবহন মালিকরা।

এর আগে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসেন জেলা প্রশাসক শামসুল আরেফীন। ৩ ঘণ্টার টানা বৈঠকেও কোনো সিদ্ধান্ত না এলে বৈঠক স্থগিত করা হয়। এসময় প্রাইম মুভার মালিক শ্রমিকরা ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

এসময় তাদের এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করে শনিবার থেকে বৃহত্তর চট্টগ্রামে অর্নিদিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিকদের কয়েকটি সংগঠন।

৭ দফা দাবি ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন জায়গায় ওজন স্কেলের কারণে জরিমানার প্রতিবাদে গত ২৬শে সেপ্টেম্ভর থেকে ধর্মঘট শুরু করে প্রাইম মুভার মালিক শ্রমিকরা। এদিকে এই ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের ইতিহাসে সর্ব্বোচ্চ কনটেইনার জট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বন্দর কতৃপক্ষ।